Amar Aponar Cheye
2
views
Lyrics
আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় ♪ আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে কভু সে চকোর সুধা-চোর আসে কভু সে চকোর সুধা-চোর আসে নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় ♪ আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম অশনি আলোকে হেরি তারে থির বিজুলী-উজল অভিরাম বিজুলী-উজল অভিরাম আমারি রচিত কাননে বসিয়া পরানু পিয়ারে মালিকা রচিয়া সে মালা সহসা দেখিনু জাগিয়া সে মালা সহসা দেখিনু জাগিয়া আপনারি গলে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়
Audio Features
Song Details
- Duration
- 05:09
- Key
- 5
- Tempo
- 120 BPM