Aj Notun Probhat
2
views
Lyrics
আজ নতুন প্রভাত জাগে যেন নতুন সে রং লাগে চকিত এ মনে গভীর যতনে চকিত এ মনে গভীর যতনে পশিল কী অনুরাগে আজ নতুন প্রভাত জাগে যেন নতুন সে রং লাগে ♪ আজ আলোয় মিশেছে হাসি যেন ঘরে ফেরে পরবাসী উছল নয়ানে মধুর বয়ানে কে যেন কহিল আসি আকুল হরষে ব্যাকুল পরশে জীবন নতুন লাগে আজ নতুন প্রভাত জাগে যেন নতুন সে রং লাগে ♪ আজ মনে কে লাগালো দোলা আজ মনে কে লাগালো দোলা কোন উপবনে মধুর কূজনে কোন উপবনে মধুর কূজনে কাটে যেন শুধু বেলা আজ মনে কে লাগালো দোলা গহন রাতের শ্রাবণ ধারায় সিক্ত এ মন দুয়ারে দাঁড়ায় গহন রাতের শ্রাবণ ধারায় সিক্ত এ মন দুয়ারে দাঁড়ায় দু'হাত বাড়ায়ে ধরিতে জড়ায়ে বারে বারে যেন মাগে আজ নতুন প্রভাত জাগে যেন নতুন সে রং লাগে চকিত এ মনে গভীর যতনে চকিত এ মনে গভীর যতনে পশিল কী অনুরাগে আজ নতুন প্রভাত জাগে যেন নতুন সে রং লাগে
Audio Features
Song Details
- Duration
- 04:09
- Key
- 9
- Tempo
- 148 BPM