Bhalo Theko

Lyrics

ছেড়া ছেড়া রোদ্দুর
 ডাকে চলে আয়
 শিশিরে ভেজা ঘাস
 যাবো খালি পায়
 ছেড়া ছেড়া রোদ্দুর
 ডাকে চলে আয়
 শিশিরে ভেজা ঘাস
 যাবো খালি পায়
 দুহাতে কুয়াশা সরিয়ে
 যাবো সীমানা পেরিয়ে
 না যাওয়া যত পথ ভালো থেকো
 গভীর এই ক্ষত ভালো থেকো
 ভেঙ্গে যাওয়া শপথ ভালো থেকো
 ব্যর্থ অভিমান ভালো থেকো
 ঠিক ভুল ব্যবধান ভালো থেকো
 নিয়মিত অভিধান ভালো থেকো
 মেঘে ঢাকা পাহাড়
 ঘুম ঘুম যাও বাতাস
 অচেনা ফুলের ঘ্রাণ
 হাওয়ার কতো কথা
 মেঘে ঢাকা পাহাড়
 ঘুম ঘুম যাও বাতাস
 অচেনা ফুলের ঘ্রাণ
 হাওয়ার কতো কথা
 ঘরে ফেরার গান ভুলে গিয়ে
 যাব সীমানা পেরিয়ে
 না পাওয়া যত ছন্দের সমাধান
 হিসেব-নিকেষ তার প্রতিদান
 নিষ্প্রাণ অনুষ্টান ভাল থেকো
 ক্ষনিকের আহবান ভাল থেকো
 ঝরা পাতার আহবান ভাল থেকো
 জীবনের কলতান ভাল থেকো
 দুহাতে কুয়াশা সরিয়ে
 যাবো সীমানা পেরিয়ে
 না যাওয়া যত পথ ভালো থেকো
 গভীর এই ক্ষত ভালো থেকো
 ভেঙ্গে যাওয়া শপথ ভালো থেকো
 ব্যর্থ অভিমান ভালো থেকো
 ঠিক ভুল ব্যবধান ভালো থেকো
 নিয়মিত অভিধান ভালো থেকো
 না পাওয়া যত দ্বন্দের সমাধান
 হিসেব-নিকেষ তার প্রতিদান
 নিষ্প্রাণ অনুষ্টান ভাল থেকো
 ক্ষনিকের আহবা
 ঝরা পাতার পিছুটান
 জীবনের কলতান
 ভাল থেকো
 ভাল থেকো
 ভাল থেকো
 ভাল থেকো...

Audio Features

Song Details

Duration
06:14
Key
4
Tempo
118 BPM

Share

More Songs by Cactus

Similar Songs