Sabdhane Rasta Pariyo

Lyrics

ক্রন্দসী দূরে সরে আমার আকাশঘর
 দূরের শহরে ধূসর ধুলোঝড়
 তাকিয়ে শূন্যতায় পড়ে না পলক
 অবসন্ন বিকেল, বিষাদবালক
 অবুঝ অপেক্ষায় আমিও
 ভীড়, বড়ো ভীড় এখানে
 আমাকে খুঁজে নিয়ো
 ভীড়, বড়ো ভীড়
 সাবধানে রাস্তা পেরিয়ো
 জলরঙে আঁকা ইচ্ছেছবি
 মেঘে মেঘে আঁকিবুকি উদাসি কবি
 তোমার আসার পথে নতজানু ঘাসফুল
 ভেসে যাবে বলে নদীরা ব্যাকুল
 যাব ভেসে আমিও
 ভীড়, বড়ো ভীড় এখানে
 আমাকে খুঁজে নিয়ো
 ভীড়, বড়ো ভীড়
 সাবধানে রাস্তা পেরিয়ো
 ♪
 আমাকে খুঁজে নিয়ো
 ভীড়, বড়ো ভীড়
 সাবধানে রাস্তা পেরিয়ো
 ভীড়, বড়ো ভীড় এখানে
 আমাকে খুঁজে নিয়ো
 ভীড়, বড়ো ভীড়
 সাবধানে রাস্তা পেরিয়ো
 

Audio Features

Song Details

Duration
06:27
Key
9
Tempo
90 BPM

Share

More Songs by Cactus

Similar Songs