Sabdhane Rasta Pariyo
8
views
Lyrics
ক্রন্দসী দূরে সরে আমার আকাশঘর দূরের শহরে ধূসর ধুলোঝড় তাকিয়ে শূন্যতায় পড়ে না পলক অবসন্ন বিকেল, বিষাদবালক অবুঝ অপেক্ষায় আমিও ভীড়, বড়ো ভীড় এখানে আমাকে খুঁজে নিয়ো ভীড়, বড়ো ভীড় সাবধানে রাস্তা পেরিয়ো জলরঙে আঁকা ইচ্ছেছবি মেঘে মেঘে আঁকিবুকি উদাসি কবি তোমার আসার পথে নতজানু ঘাসফুল ভেসে যাবে বলে নদীরা ব্যাকুল যাব ভেসে আমিও ভীড়, বড়ো ভীড় এখানে আমাকে খুঁজে নিয়ো ভীড়, বড়ো ভীড় সাবধানে রাস্তা পেরিয়ো ♪ আমাকে খুঁজে নিয়ো ভীড়, বড়ো ভীড় সাবধানে রাস্তা পেরিয়ো ভীড়, বড়ো ভীড় এখানে আমাকে খুঁজে নিয়ো ভীড়, বড়ো ভীড় সাবধানে রাস্তা পেরিয়ো
Audio Features
Song Details
- Duration
- 06:27
- Key
- 9
- Tempo
- 90 BPM