E Gaan Tomar Shesh (From "Sathi")
2
views
Lyrics
এ গান তোমার শেষ করে দাও নূতন সুরে বাঁধো বীণাখানি নূতন সুরে বাঁধো বীণাখানি এ গান তোমার শেষ করে দাও নূতন সুরে বাঁধো বীণাখানি নূতন সুরে বাঁধো বীণাখানি আঁধার পথে যাত্রা এবার শেষ হয়েছে দিনের জানাজানি নূতন সুরে বাঁধো বীণাখানি কান্না-হাসির দিনগুলি সব একে একে হলো নীরব চির রাতের অজানা সুর বাজাও তবে, বাজাও তবে কঠিন আঘাত হানি বাজাও তবে, বাজাও তবে কঠিন আঘাত হানি ♪ ডুবলো যদি একটি রবি জ্বললো দিনের চিতা নিভলো যদি একটি বাতি জ্বালাও দীপান্বিতা বাঁধলে যারে যায় না বাঁধা তার লাগি আজ মিছে কাঁদা বাঁধলে যারে যায় না বাঁধা তার লাগি আজ মিছে কাঁদা পরাজয়ের দুঃখ কী রে তার মাঝে রয় জয়ের আশার বাণী
Audio Features
Song Details
- Duration
- 03:21
- Key
- 9
- Tempo
- 88 BPM