Prima Ballerina
Lyrics
দুচোখ দেখছ নীলাকাশে ঠিক তোমার পাশে দাঁড়িয়ে একাকী নীল জোছনায় আকাশ কাঁদবে বলে কিছু কান্না আজো বাকী রেখেছি মেঘের খাতায় হয়তো এভাবেই ফাঁকা ফাঁকা লাগে শুন্য আবেগে ভেজা রাস্তায় হয়তো এভাবেই একা একা লাগে সস্তা বিভাগে কান্না পায়! 'শুরুই তো নেই শেষ কী করে হবে বল? শুরুই তো নেই শেষ কী করে হবে বল?' আবার দেখা হবে কীনা-জানি না পৃথিবী গোল সবাই বলে - আমি মানি না যদি দেখে ফেলো আমায়- রাস্তার মোড়ে হঠাৎ ভিড়ে, শহুরে কলাহলে চিনে নেবার প্রয়োজন রেখো না এই বিদায়ই শেষ বিদায় জেনে নিও বিদায় ব্যালেরিনা একা কাঁদে নীল জোছনা
Audio Features
Song Details
- Duration
- 03:11
- Key
- 6
- Tempo
- 101 BPM