Udener Gaan
Lyrics
গেরুয়া পরেছি, আমি বাউল হতে পারলাম কই? শুধু অজানা আশংকা, পথে পড়ে উড়ো খৈ বাঁধন ভাঙতে গিয়ে পড়ি ভাঙনের কাছে বাঁধা চাওয়া না চাওয়ার মাঝে আত্মরতির বাধা হায় হায় উড়ানের গান হায় হায় শিখরের টান হায় হায় উড়ানের গান হায় হায় শিখরের টান ♪ অসুখ, আমার অসুখ, যত নিষেধ বিস্বাদ পালিয়ে যাওয়া, নয়তো নির্জন প্রতিবাদ পড়ে পাওয়া ১৪ আনা যদি ফুরোয় প্রয়োজন অচেনা আনন্দ, তাই নেই কোনো আয়োজন হায় হায় উড়ানের গান হায় হায় শিখরের টান হায় হায় উড়ানের গান হায় হায় শিখরের টান ♪ হায় হায় উড়ানের গান হায় হায় শিখরের টান হায় হায় উড়ানের গান হায় হায় শিখরের টান
Audio Features
Song Details
- Duration
- 05:28
- Key
- 9
- Tempo
- 136 BPM