SheiTumi
10
views
Lyrics
প্রাণ দিতে চাই, মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে স্বপ্ন সাজাই, নিজেকে হারাই দু'টি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে জেনেও তোমার আঁখি চুপ করে থাকে রোজ দুই ফোঁটা যেন আরও ভালো লাগে গানে, অভিসারে, চাই শুধু বারেবারে তোমাকে, ও তোমাকে যেদিন কানে কানে সব বলবো তোমাকে বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে পথ চেয়ে রই, দেরি করো না যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে তুমি হাসলে আমার ঠোঁটে হাসি তুমি আসলে জোনাকি রাশিরাশি রাখি আগলে তোমায় অনুরাগে বল কিভাবে বোঝাই ভালোবাসি? সব চিঠি, সব কল্পনা জুড়ে রঙ মিশে যায় রুক্ষ দুপুরে সেই রঙ দিয়ে তোমাকেই আঁকি আর কিভাবে বোঝাই ভালোবাসি? হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে স্বপ্ন সাজাই, নিজেকে হারাই আর দু'টি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে
Audio Features
Song Details
- Duration
- 03:41
- Key
- 4
- Tempo
- 176 BPM