Eshechi Toke Niye

Lyrics

এসেছি তোকে নিয়ে ফিরবো বলে
 মনেরই পথ চিনে আয় না চলে
 এসেছি তোকে নিয়ে ফিরবো বলে
 মনেরই পথ চিনে আয় না চলে
 ধরছে রে জ্বর বুকে, ছাড়ে না
 পারছে তোকে ছাড়া না রে না
 এসেছি তোকে নিয়ে ফিরবো বলে
 মনেরই পথ চিনে আয় না চলে
 ধরছে রে জ্বর বুকে, ছাড়ে না
 পারছে তোকে ছাড়া না রে না
 ♪
 চল, চল, চল, চল
 এখনই সব ছেড়ে বল, বল, বল, বল
 আমারই হাত ধরে টলমল টলমল
 ভাসাবি প্রেমের ভেলা
 চল, চল, চল, চল
 এখনই সব ছেড়ে বল, বল, বল, বল
 আমারই হাত ধরে টলমল টলমল
 ভাসাবি প্রেমের ভেলা
 এসেছি তোকে নিয়ে ফিরবো বলে
 মনেরই পথ চিনে আয় না চলে
 ধরছে রে জ্বর বুকে, ছাড়ে না
 পারছে তোকে ছাড়া না রে না
 ♪
 মন, মন, মন, মন
 পালাবে তোর সাথে কোন, কোন, কোন, কোন
 রোদেলা ভোররাতে ঝলমল ঝলমল
 কী ভালো সে রং খেলা
 মন, মন, মন, মন
 পালাবে তোর সাথে কোন, কোন, কোন, কোন
 রোদেলা ভোররাতে ঝলমল ঝলমল
 কী ভালো সে রং খেলা
 এসেছি তোকে নিয়ে ফিরবো বলে
 মনেরই পথ চিনে আয় না চলে
 ধরছে রে জ্বর বুকে, ছাড়ে না
 পারছে তোকে ছাড়া না রে না
 

Audio Features

Song Details

Duration
04:03
Key
7
Tempo
135 BPM

Share

More Songs by Mohit Chauhan

Albums by Mohit Chauhan

Similar Songs